মন আজ চনমনে ফুরফুরে খুব,
আঁখি দুটি দিতে চায় রূপ মাঝে ডুব।
আশা জাগে পাখি হয়ে উড়ে যাই দূর,
হৃদয় লাগিয়ে তুলি মধুমাখা সুর।
অবারিত মাঠ-ঘাট গ্রাম সারি সারি,
হরেক বিটপী আছে শোভা বলিহারি।
এখানে সেখানে ফোটা বুনোফুল দল
আঁখি মেলে চেয়ে থাকে নেই কোন ছল।
ছোট ছোট ছেলে মেয়ে এক এক নাম,
হইচই চিৎকারে মেতে উঠে গ্রাম।
নানান খেলায় মাতে সকাল-বিকাল,
লুকোচুরি কানামাছি কড়ি গুটি চাল।
চাষী মাঠে চাষ করে বপে ধান-পাট,
গমগম করে ওঠে বিকেলের হাট।
বিকেলে পাখিরা ডাকে কী যে কলতান!
রূপসীর রূপ দেখে ভরে ওঠে প্রাণ।
এই রূপ কোনদিন ভুলবার নয়,
সোনাফলা এই মাটি আমার আলয়।
যতদিন আছি এই ধরণীর বুকে,
এ মাটির গুণগান রবে হৃদে মুখে।