এ জীবন দুদিনের, তবু কত আশা!
উন্নত জীবনের প্রতি ভালোবাসা।
কূটচাল জানা আছে, আছে নানা ছল;
ঐহিক সুখলাভে কত চঞ্চল!
প্লানের অভাব নেই, প্লান এ'র পরে-
প্লান বিও করা আছে; কেবা আর ধরে!
সফল হতেই হবে, ন্যায় নীতি মিছে;
বোকা লোক শুধু ছোটে এসবের পিছে।
প্রত্যাশার পারদ বেড়ে চলে ক্রমে,
দিনে দিনে পড়ে আরো শাঠ্যের ভ্রমে।
পদ আর পদবির ব্যবহার করে,
ভুল পথে সুউচ্চ আবাসন গড়ে।
এ ভুবন মিছে মায়া সুকঠিন ফের,
দুদিনের খেলাঘর পাতা আমাদের।
হাতছাড়া হবে ঘর দম ফুরালেই,
অন্যের হয়ে যাবে এক নিমেষেই।
বোধোদয় হোক তবে সব মানুষের,
জীবন ক্ষণস্থায়ী, নয় বেশি ঢের।
ভালো কাজে মন লাগে মনেপ্রাণে চাই,
মানুষ মানুষ হলে আর ভয় নাই।