আম্রপালি হাঁড়িভাঙা
ক্ষীরশাপাতি দুধ সর,
বউ সোহাগী চোষা ন্যাংড়া
আম দিয়ে আজ ঘর ভর্।
আলতাপেটি মহালিশা
গোবিন্দভোগ বোম্বাই,
হিমসাগর আর তোতাপুরি
বেগমবাহার খুব চাই।
সূর্যপুরী কলামোচা
কাকাতুয়া ক্ষীরমন,
শীতলপাটি ফজলি চম্পা
খুব খেতে চায় এই মন?
কালিগুটি মোহনবাঁশি
মিছরি মালা রাজভোগ,
আনোয়ারা দুধকুমারী
তাদের সাথে কর্ যোগ।
বাগানপল্লি কাঁচামিঠা
পলকপুরি দিলশাদ,
মল্লিকা আর গৌড়মতি
আশ্বিনা ক্যান যায় বাদ!
নানা জাতের নানা স্বাদের
আমে ভরা এই দেশ
ইষ্টিকুটুম নতুন হলে
আমের জুড়ি নেই লেশ।