ফুলের সাথে সখ্য‌ আমার
পাখির সাথে দুস্তি,  
নিয়ম করে রোজ খেলি ভাই
রোদের সাথে কুস্তি।

বাতাস আমার বন্ধুপ্রতিম
মাখি হিমেল পরশ,  
বাদলদিনে গা ভিজিয়ে
মনকে করি সরস।  

মাটি আমার মায়ের মতো
থাকি মাটির কাছে,
চাঁদের মতো কমলকোমল  
বন্ধু আমার আছে।

বৃক্ষ আমার পরম বন্ধু  
শীতল ছায়ায় বসি,
পেলব মনে জীবনরণের
সহজ হিসাব কষি।

রোজ বিকেলে ঘোরি আমি  
সবুজ পাতার নায়ে,
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
ফিরি আবার গাঁয়ে।