নিজেকে ধোয়া তুলসীপাতা ভাবার দুঃসাহসটা
বারবার মাথা চাড়া দিয়ে ওঠে,
মাঝে মাঝে উদ্ধত হয়ে
সাধারণ কিংবা অসাধারণ মানুষের সাথে
নিজেকে তুলনা করে বসি।
কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গিয়ে
নিজের কোন দোষ খুঁজে পাই না;
তখন নিজেকে নিখুঁত, নিরপরাধ, নিষ্কলুষ আবিষ্কার করি।
আর অন্য সব লোকের
দু, চার, দশ কিংবা বিশটি দোষ
অনায়াসেই বের করতে পারি।
কোনো ঘটনা বা দুর্ঘটনায়
যে কথাটি মনে আসে সবচেয়ে আগে
তা হলো - "আমার কোন দোষ নেই।
সব দোষ পাশে থাকা রমিজ উদ্দিনের।"