আগের দিনে পাঠ্যক্রমে
নীতিশিক্ষা থাকত,
নীতির বাক্য পড়ে ছাত্র
নিজের ছবি আঁকত।
বিদ্যায় ছিল অনুরাগী
মনযোগে পড়ত,
নীতিশিক্ষার মাপকাঠিতে
চরিত্রটা গড়ত।
শিক্ষাগুরুর প্রিয় হতো
সত্য কথা বলত,
পিতামাতার কথা মতো
সোজা পথে চলত।
মনে ছিল ভাই ভাই ভাব
নিজের কাজটি করত,
বড় হয়ে দেশের সেবায়
কঠিন হালটি ধরত।
শিক্ষাগুরু তিনি মহান
সারা অঙ্গ খাঁটি,
চলা শিক্ষা বলা শিক্ষা
সহজ পরিপাটি।