আবার ফিরে আসুন সমূর্তি,
ডাক দিন আলিঙ্গনের,
আমরা মুখিয়ে আছি
এক বুক ভালোবাসা নিয়ে।
সেদিন ছিল সামান্য ভুল বোঝাবুঝি,
তা থেকেই এ অযাচিত ভাঙন,
এরপর কী জানি কী হলো-
সম্মুখে দেখি কঠিন রণভূমি।
অভিমানে আর কত জ্বলে পুড়ে ছাই হবেন!
আমরাও হয়ে গেছি পুড়ে যাওয়া কাঠের কয়লা
এমন জীবন তো চাইনি কখনো
ফিরে পেতে চাই সেই সব সোনালী দিন।
জানি আজো ভালোবাসা মরেনি
ভর করে আছে শুধু হেঁয়ালিপনা,
সামান্য ফুৎকারে উড়ে যাবে সব
আবার খুলে যাবে ভালোবাসার দুয়ার।
শুধু একবার ফিরে আসুন,
হাত দুটি প্রসারিত করে ডাক দিন আলিঙ্গনের,
আমরাও ঝাঁপিয়ে পড়বো
অশ্রুসিক্ত নয়নে।