একদিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় ;
ইসলামের বিধান হয়।
সালাতের ফরজ রাকাত গুলিকে ;
মুসলমানের কোড বলা যায়।

মসলমানের কোড দুই চার চার তিন চার ;
যেওনা ভুলে ওহে মুসলমান।
মরতে একদিন হবে বিদায় নিয়ে সবার ;
সঞ্চয় করো সবে ঈমান।

ফজরের ফরজ সালাত দুই রাকাত ;
সাথে সুন্নাত দুই।
ভোর প্রভাতে আদায় করতে হয় ;
কেউ নাহি শুই।

যোহরে ফরজ সালাত চার রাকাত ;
সাথে সুন্নাত ছয়।
অপরাহ্নে সূর্যের মাথার উপর অবস্থান ;
যোহরের ওয়াক্ত হয়।

আসরে ফরজ সালাত চার রাকাত ;
সুন্নাত সাথে চার।
কেউ পড়ে আবার কেউবা না পড়ে ;
চাই বের হবার।

মাগরিবে ফরজ সালাত তিন রাকাত ;
সাথে সুন্নাত দুই।
নামাজ শেষে মনে চাই মুমিন মুসলিমের ;
কুরআন পড়ি মুই।

এশার ফরজ সালাত চার রাকাত ;
সুন্নাত সাথে ছয়।
তাহার সাথে আছে বেতের তিন রাকাত ;
আদায় করলে হবে জয়।

দ্বীনের পথে পতিক হয় চললে ভাই পথ ;
মরণেও নাই ভয়।
বিচার দিনে হাসরেতে নবীজীর শাফায়াত ;
জান্নাত হবে জয়।

                 { সমাপ্ত }
রচনা কাল :- ২৯.০২.২৪ ইং।