আযান শব্দ আরবি ভাষা
বাংলায় দাওয়াত কয় ;
আযান দেওয়া সালাতের ডাক
শুনলে সাওয়াব হয়।

আযান কালে কথা বললে
নিশ্চয় হবে পাপ ;
প্রভুর নিষেধ না মানিলে
পাবে না কেউ মাপ।

আযান শেষে দোয়া পাঠে
সাওয়াব পাওয়া যায়  ;
সাওয়াব ছাড়া জান্নাত পাওয়া
হবে সেই দিন দায়।

সালাতেরই অংশ আযান
দিনে পাঁচবার দেয় ;
আযান শুনে মুমিন মুসলিম
অজু সেরে নেয়।

আদায় করতে সালাত মুমিন
যাইযে মসজিদ ঘর ;
মোনাজাতে দুহাত তোলে
সালাতেরই পর।