শাহজাদা খুর রাম বের হলো করতে রাজ্য ভ্রমণ।
পথো মধ্যে আরজুমান্দের দেখে প্রেমেতে সমর্পণ।
প্রসূতি বদ্ধ হয় শাহা খুর রাম আনজুমান্দের কাছে।
ভালোবাসে খুবই তাকে করিতে চাই যে বিয়ে।
পিতার মৃত্যুর পরে দায়িত্ব প্রাপ্ত হলেন সিংহাসন।
সম্রাট শাহজাহান ও আরজুমান্দের হলো বিবাহ সম্পন্ন।
স্ত্রীকে অতি ভালোবেসে মমতাজ করিলো নাম করণ।
ঊনিশ বছর সংসার কালে চোদ্দ সন্তানের জন্মগ্রহন।
চোদ্দ তম সন্তান দিতে গিয়ে জন্ম।
আরজুমান্দের পরলোক গমন।
শগে পড়ে শাহাজাহান সাত দিন পর্যন্ত ঘরে বন্দি।
জীবন সংগী অক্কা গেছে তাই করে না আহার।
মমতাজে স্মৃতি স্মরণে নির্মাণ তাজমহল।
বিশ্বনান্দিত নির্মাণে নিয়োজিত ছিলো সুদক্ষ বিশ হাজার কর্মী।
সাথে ছিল চমকপ্রদ পাথর বহণে হাজার দন্তী।
দের যুগ অক্লান্ত পরিশ্রমের ফলে তাজমহল।
তাজমহলে মূল প্রান্তে সাহিত মমতাজ।
পাসে সমাহিত আছেন সম্রাট শাহজাহান।
{সমাপ্ত}
রচনা কাল :- ৪ নভেম্বর ২০২১ ইং