বিষয় :- গান    

"পাগল বলি যাদের মোরা"
"নয়'রে তারা আসল  পাগল"
তারা ভাইরে স্মৃতি হারা
স্মৃতির ভুবন হইছে বিকল ;
"পাগল যাদের বলি মোরা
নয়'রে তারা আসল পাগল" ||

"অচেতন নাম ভবে তাদের
বলে আবোল-তাবোল" ;
রাস্তায় রাস্তায় ঘুরে তার
মাথায় যে গন্ডগোল।
"পাগল যাদের বলি মোর"
নয়রে তারা আসল পাগল ||

"আসল পাগল দেখবি যদি"
পীর আওলিয়ার আশ্রমে চল ;
পাগল আছে অনেক রকম
নয়'রে তারা আসল পাগল।
"পাগল যাদের বলি মোরা"
নয়'রে তারা আসল পাগল ||

চিনতে হলে আসল পাগল
হতে হলে আসল পাগল ;
পীর আওলিয়ার নাও গো বায়াত
আশ্রয় নিও ভাই চরণ তল।
"পাগল যাদের বলি মোরা"
নয়রে তারা আসল পাগল ||

পীর আওলিয়ার আশেক যারা
পাগল তাদের কয় যে দয়াল ;
পীরে কামেল আশেক হলে
ছায়া মেলে পীর ছায়া তল।
"পাগল যাদের বলি মোরা"
নয়'রে তারা আসল পাগল ||

রচনা কাল :- ২৮.০১.২০২২ ইং।