নবীর শাফায়াত পেতে হলে মানব
করো দীলে স্রষ্টার ভয় ;
চলো ভবে নবীর সুন্নাত ধরে
বিচার দিনে হবে জয়।
আল্লাহর আনুগত্য করলে জগৎ মহী
খুশী হবেন তিনি বটে ;
দিবেন তিনি শ্রেষ্ঠ উপহার জান্নাত
ভালো কর্মে ভাগ্যে জোটে।
কুরআন হাদিস পড়লে তুমি ভাই
পাবে নূরের আলো বাতি ;
সেই আলোয় আলোকিত হবে জীবন
হারাবে না কখনো চোখের জ্যোতি।
তাওহীদের বিশ্বাস স্থাপন করো দীলে
বর্জন করো পাপ কাজ ;
পরপারে স্রষ্টা খোদার ভীতির কারণে
হবে যে নূরানীত্ব সাজ।
ধর্মকর্ম মেনে দ্বীনের পথে চললে
হবে ভাই তুমি দামী ;
দ্বীনের বিধি বিধান না করলে পালন
হবে যে তুমি আসামী।
{ সমাপ্ত }
রচনা কাল :- ১৯.০৩.২৪ ইং।