ছন্দ মাত্রা =>৪+৪/৪+১

দেহ নাশে লাশের পাশে
কাঁদবে আপন জন ;
কুরআন পাঠে লাশের খাটে
বসে দিয়া মন।

বন্ধু বান্ধব কাছের স্বজন
দেখতে আসবে লাশ ;
কেহ খুঁড়বে যে কবর ঘর
কেউ বা চাটবে বাঁশ।

মসজিদ ঘরে এ্যালামস হবে
মরহুম ব্যক্তির নাম ;
দম ফুরাইলে সবি শূন্য
থাকবে না আর দাম।

বরই পাতা গরম জলে
দিবে গোসল লাশ ;
সাদা কাফন পরায় তোমায়
করবে গোসল নাশ।

বাড়ির থেকে করবে যখন
দেহটাকে বের ;
ছেলে মেয়ে আপন স্বজন
কাঁদবে তখন দেঢ়।

মরহুমকে যে সামনে রেখে
জানাযা হয় শেষ ;
চার বেয়ারা পালকি চড়ে
নিবে আপন দেশ।

তিনজন ধরে রাখবে তোমায়
কবর ঘরে ভাই ;
দাফন শেষে চলবে সবে
থাকার উপায় নাই।