কলম হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্রব্য ;
শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কর্ম ক্ষেত্র।
কলম দ্বারা লেখা গদ্য পদ্য কাব্যগ্রন্ত ;
সে কলম অপকর্মে ব্যাবহার অফুরন্ত।
কলমের নাই কোন নিজস্ব চালিকাশক্তি ;
ব্যাবহার করে যে চলে তার গতিবিধি।

কলমের কি স্বার্ধ  আছে করিবার অনন্যায় ;
অনন্যায় তো তারাই করে কলম যারা চালায়।
মুর্খ্য লোকের হাতে কলম থাকলে  ব্যাবহার কি হয় ;
শিক্ষিত লোক কলমের খোঁচায় কালো টাকা কামাই।

দূর্নীতি অনৈতিক অরাজকতা কলমে উপস্থিতি ;
কলমের কেনো দোষ নয়তো সে নির্দোষী।
কলমের কি শক্তি আছে করবে বাঁধা বিপত্তি ;
এর হাত পিছে আছে বড়ো বড়ো শিক্ষিত দুষ্কর্মী।

কলমের খোঁচায় ছাড় পেয়ে যায় কত ঘাতক দোষী ;
আবার নিরুপায় নির্দোষী হচ্ছে কারাবন্দী।
শাস্তি যাদের প্রাপ্য পায় না তারা শাস্তি ;
করাণ তারা টাকাওয়ালা প্রভাবশালী।

আলেম উলায়েমার কারাদণ্ড কলম তার কারণ ;
কলম দ্বারা লিখছে কেচ আটক করছে অকারণ।
এসব থেকে মুক্তি চাই শিক্ষিত সম্প্রদায়ের তরে ;
কলম টাকে ব্যাবহার করুন যথাযথ কাজে।