কবিতা /ইসলামিক গান
পূর্ণের সওদা করতে দয়াল
পাঠাইলা এই ভবে ;
ভবের মায়ায় ভুলে গেছি
এখন কি যে হবে ?
ফেঁসে আমি মায়ার জালে
উল্টা পথে হাঁটি ;
সুখ খুঁজিতে ভবে দয়াল
জীবন করলাম মাটি।
যে কারণে এলাম ভবে
ভুলে যে সে কর্ম ;
জীবন জুয়ায় নষ্ট ঈমান
ছেড়ে আপন ধর্ম।
দয়াল ধর্ম-কর্ম ভুলে
আমি অধম পাপী ;
স্মরণ ফিরতে দয়াল আমি
দেখি সবি ফাঁকি।
ক্ষমা করো ওগো দয়াল
পাপিষ্ঠ এই আমি ;
চাই যে পানা তোমার তরে
ওগো জগৎ স্বামী।