মাত্রাবৃত্ত ছন্দে => ৬+৬
"পাক পরোআর পরম দিগার"
দয়ার সাগর তুমি সুমহান ;
তোমার দিদার পাইতে ইলাহি
"চাহিয়া থাকি যে পাগল লাহান "||
"তোমার নামের গুণের আদলে"
দয়াল দিওগো মুক্তি আমায় ;
"জনম ভরিয়া করছি যে আমি"
পাহাড় সমান পাপের কামাই ||
"সেজদা পড়িয়া চাইছি যে পানা"
ভিষণ গুনাহ করছি যে আমি ;
পাক পরোআর বিধাতা আমায়
চাই গো মুক্তি করোনা আসামি ||
"দয়াল রাখিও আমায় সুপথ"
অধম শামীম করে যে মিনতি ;
"পরম দিগার তোমার করুণা"
থাকলে দয়াল করবে কে ক্ষতি ||