তাং :- ২৩.০৮.২৪ ইং
হজ্জ ইসলামের পঞ্চম স্তম্ভ
ফরজ একটা ইবাদাত ;
আর্থিক ভাবে সক্ষম হলে
পালন করা বাইয়াত।
সৌদি আরব মক্কা গিয়ে
কাবা করো তাওয়াফ ;
এটি ইসলাম ধর্মের বিধান
পালনে হয় ছওয়াব।
পালন করা রবে নির্দেশ
বিত্তবানের প্রতি ;
না মানিলে ঈমান দূর্বল
হয় আমলের ক্ষতি।
অর্থ ও সম্পদ দিছে আল্লাহ
করো তাহা সুদ্ধি ;
কুরআন হাদিস খুঁজে দেখো
আছে এটার চুক্তি।
চাপা ও মারওয়া তাওয়াফ
হজ্জে বিধি বিধান ;
খোদার তুষ্টি অর্জন করতে
কাবায় করা হয় ধ্যান।
শয়তানকে দূর করতে হবে
তিনটি ডিলা ছুড়ে ;
এভাবে হজ্জ পালন করে
বিশ্ববাসী জুড়ে।