স্বরবৃত্ত ছন্দ মাত্রা =>৪+৪/৪+২
একই অঙ্কুর বিজে সৃষ্টি
ভবে মানুষ রূপি ;
একই মায়ের গর্ভে জন্ম
ভিন্ন ধর্ম জপি।
যার যে ধর্ম পালন করি
জন্মসূত্রে পেয়ে ;
সেই না ধর্ম অনুসারে
পথ যে চলি ধেয়ে।
কারোর ধর্ম হেয়ো করা
উচিৎ মোটেই নহে ;
হাদিস কুরআন খুলে দেখো
প্রিয় নবী কহে।
ধর্মের নিন্দা ঘৃণা করলে
কঠিন শাস্তি পাবে ;
হাসর দিনে বিচার ক্ষনে
কোথায় পালাই যাবে।
বিচারপতি আল্লাহ সেদিন
সিংহাসনে বসবে ;
বিচার কার্যের ঐ ফলাফল
নিজে হাতে কষবে।
প্রমাণিত হলে দোষী
দিবে সাজা শুনাই ;
জাহান্নামে নিক্ষেপ করবে
হবে যে কি উপায়।
নিজের ধর্ম নিজেই পালন
করো তুমি ভবে ;
ধর্মের নিন্দা ঘৃণা ভুলে
চলি মোরা সবে