জীবন নদীতে নেই সুখের স্রোত
লেগে আছে শুকনো ভাটা ;
দুখের সাগর মোহনায় রয় দাঁড়ায়
জীবন আমার দুঃখে আটা।
জীবনটা দুঃখ কষ্টের বিশাল পাহাড়
বিষাদের দগ্ধ অনলে মন পোড়ে।
সুখের অপেক্ষায় মন আজও রয়
সুখের আশা ভাঙে নিরাশার ঝড়ে।
গুমরে কাদে অন্তর নিরবে নির্বৃত্তে
দুই নয়নের জলে নদী স্রোত বয়ে ;
দুঃখ হতাশা গ্লানি ঢেউ আঁচড়ে পরে
আমার জীবন নদীর নায়ে।
জীবনটা আজ বড়ই অসহায় জ্বালাময়ী
দুঃখ দূর্দশা জর্জরিত হয়ে ;
কর্ম দোষে জীবন ধ্বংসে হয় ক্ষয়
মই মুরুব্বি গুরুজনে কয়ে।
বিধি তুমি আমার এই জীবনে
লেখোনি কি শান্তি সুখ ?
তাহলে কেন গড়লা আমায় বিধি
পাঠাইলা কেন ধরার বুক ?
মাফি মাংগি বিধি আমি তোমার দরবারে
মাফ করিও এই হতবাগারে ;
এপারেতে সুখ পাই বা নাহি পাই
পাই যেন বিধি পরপারে।