অন্তর চক্ষু ঘুমে মগ্ন;ডেকে তারে করো ভগ্ন ,
দেখো রে মন মন রে ঘুম ভাঙ্গিয়া । "২"
বসে প্রভু নিজের কক্ষে;খেলছেন তিনি সৃষ্টির লক্ষ্যে ,
মানুষ ভিতর মানুষ বানাইয়া।"২"
অস্তি মর্জা লোহ লোমে ;নারী পুরুষে গোপন সংযমে ,
মানুষের ভবে আসা যাওয়া।"২"
অন্তর চক্ষু ঘুমে মগ্ন;ডেকে তারে করো ভগ্ন ,
দেখো রে মন মন রে ঘুম ভাঙ্গিয়া ||"২"
মাটি পানিতে করে কাদা;করে মানুষ তিনি পয়দা ,
ভবে মাঝে দিছেন পাঠাইয়া।"২"
কেউ কালো কেউ সাদা;সৃষ্টি মানব ভিন্ন কায়দা ,
কারোর সাথে কারোর না মিলাইয়া।"২"
অন্তর চক্ষু ঘুমে মগ্ন;ডেকে তারে করো ভগ্ন ,
দেখো রে মন মন রে ঘুম ভাঙ্গিয়া ||"২"
দেখতে চক্ষু শুনতে কর্ণ;মানব সৃষ্টি চারটি বর্ণ ,
ছিয়া ছফেদ লাল জর্দা দিয়া।
পা হতে মাথায় চুল;কিছুতেই করি নাই ভুল ,
বিচিত্র এক কারিগরী ছোঁয়া।"২"
অন্তর চক্ষু ঘুমে মগ্ন;ডেকে তারে করো ভগ্ন ,
দেখো রে মন মন রে ঘুম ভাঙ্গিয়া ||"২"
রচনা কাল :-২৩/০১/২৫ ইং।