চর্মচক্ষু নয়রে দোস্ত
অন্তর চক্ষু খুলে ;
হিংসা বিদ্বেষ লোভ-লালসা
সবি কিছু ভুলে।

একে অন্যের পাশে দাঁড়ায়
সুন্দর সমাজ গড়তে ;
জন্ম নিয়ে আইছি ধরায়
একদিন হবে মরতে।

সত্যের পথে চলতে হবে
সাহস রেখে মনে ;
মানবতার বহিঃপ্রকাশ
নিজের কর্ম গুণে।

ভালো-মন্দ দুইটি পন্থা
দিছেন প্রভু ভবে ;
বিবেক দিয়ে বিচার করে
পা বাড়াতে হবে।

পরিশেষে পাগলা শামীম
বলে আমি ভাই যায় ;
কুপথ বর্জন করে সবে
সঠিক পথে ধায়।