জেলা বর্ধমানের পশ্চিম বঙ্গের
গ্রামে নমটি চুরুলিয়া ;
জন্ম লয় ঐ গ্রামে একটি বালক
নামটি তাহার দুখু মিয়া।

ছদ্মনামে তিনি দুখু মিয়া
কবি কাজি নজরুল ;
কাব্য কবিতা গান লিখতে তিনি
সদা থাকতেন মশগুল।

কাজি নজরুল ইসলাম সত্যের প্রতিক
লেখেন সত্য ন্যায়ের পক্ষে ;
অন্যায় প্রতিবাদে কলম তোলেন
অঘাত সাহস নিয়ে বক্ষে।

তিনি হলেন যে বিদ্রোহী কবি
ছিলো নাতো তাহার ভয় ভীত;
মুক্তির অভিযানে লিখেন তিনি
প্রতিবাদী জয়ের সংগীত।

ধ্যানে  জ্ঞানে মহা মানব নজরুল
ছিলেন বিশ্ব ধরার বুকে ;
তাহার নামটা আজও আছে লক্ষ
দেশ জনতার মুখে মুখে।

ইতিহাসে স্মৃতির পাতায় পাতায়
মিশে আছে কবি নজরুল ;
বিশ্ব ধরার মাঝে দেখো খুঁজে
আছে কি কেউ তার সমতুল।

মৃত্যুর পরে ও আজ তিনি অমর
সারা বিশ্বের লোকে কাছে ;
তাহার নামটা খোদাই করে রাখছি
লিখে আমার হৃদয় মাঝে।