শৈরাচারী ছাড়লো দেশটা
খেয়ে ভিষণ আচুলা বাঁশ।
আয়না ঘরের তথ্য কথা
রহস্য ভাই হলো তাই ফাঁস।
নিরীহ লোক গুম নির্যাতন
করুণ চিত্রের সেই ইতিহাস;
আয়না ঘরের গুপ্ত স্থানে
রাখা হাজার শহীদের লাশ।
এমন করুণ দৃশ্য আমি
দেখিনি ভাই দুটি চোখে ;
দেখে আমার অবাক লাগে
প্রতিহিংসার আগুন বুকে।
এমন কাজটি করিতে ভাই
কাঁদি নাই কি মনটা দুখে ?
মানুষ রুপি নরপশুর
রক্ত খেয়ে হাসি মুখে।
পাপের বোঝা করে ভারী
ভাবছিস থাকবি চিরসুখে ;
পারলে কি আর রাখতে ধরে
ক্ষমতার ঐ দাপট বুকে ?
শৈরাচারীর পতন নিশ্চিত
দেখছে সারা বিশ্বে লোকে ;
বাংলাদেশের সিংহাসনে
দেখতে চাই না কেহ তোকে।