গুখরা হোক বা টিয়া বুড়া
সবে শালার দাঁতে বিষ ;
রাক্ষসের দল যুক্তি করছে
খেয়ে করবে ফিনিশ।
সবাই ওরা বিষাধর ভাই
জানি মোরা তা সবে ;
সয়ম পেলে নিজের রূপটা
ঠিকই বদল হবে।
একই কাজে ভিন্ন নামে
শোষণ করছে দেশ ;
নীতির বয়আন মুখের বুলি
ভাষণ দিয়ে করে শেষ।
রাষ্ট্র সম্পদ মেরে ওদের
কোটি টাকার পাহাড় ;
অসহায় লোক অনাহারে
ঝুটছে পেটের আহার।
সবাই একই নাউয়ের মাঝি
ছি ছি ধিক্কার জানাই;
কেহ চাইনা দেশে মঙ্গল
আসন মজবুত বানাই।
এমন দেশে বসত আমার
ভাবতে মরি লাজে;
সবাই মিলে দেশ গঠনের
যুদ্ধে নামি কাজে।