ভালোবাসতে ভুলে যাবো
-বাদশা মোহাম্মাদ নাজ্জাসী
আমি একদিন ভালোবাসতে ভুলে যাবো,
ভালো রাখতে ভুলে যাবো, ভালো থাকতে ভুলে যাবো।
ভালোবাসতে ভালোবাসতে আমি ক্লান্ত হয়ে যাবো,
তোমাদের হৃদয়ে স্পর্শ রেখে যাবো ভালোবাসতে ভুলে যাবো।
আকাশ শিশির ছড়াবে না আর
বাতাস বইবে না কপাল ঝুলে থাকা চুলে।
শিউলি বকুল ছড়াবে না গন্ধ রঙ হারাবে কৃষ্ণচূড়ারা,
যাদের ভালোবাসতাম তাদের যাবো জন্মান্তরের তরে ভুলে।
শীতের মাঝে লোমশ কম্বলের উম হারিয়ে যাবে
বর্ষার দিনে কদম হারিয়ে যাবে,
নদীর বুকে চর জেগে যাবে
আমি ভুলে যাবো তোমাদের, তোমরা আমাকে ভুলে যাবে।
তবে ভুলেই যেও! ভুলে যেও আমাকে যেভাবে ভুলেছো নিজেকে!
আমাকে ভুলে যাওয়া ভুলে কি একটু ভালোবাসা যাবে।
ভাগ্যের জটিল রেখায় জানি ভালো থাকা নেই,
তাই আমাকে অবলম্বন করে শুধুই বেঁচে থাকা যাবে, না'হয় ভুলে যাওয়া যাবে।