সব তোমার জন্য
বাদশা মোহাম্মাদ নাজ্জাসী
সব তোমার জন্য
গ্রীষ্মের দুপুরের এক ফালি ছায়া
গোধূলির আলো নিভে যাওয়া মায়া
সব তোমার জন্য।
শরতের বিকেলে ঝরে যাওয়া কাশফুল
শান্ত নদীর একুল-ওকুল
সব তোমার জন্য।
বর্ষার আকাশের ধূসর নভ
শেষ বর্ষার সাতটি কদম
সব তোমার জন্য।
হেমন্তের সোনালী ধান ক্ষেত
দূর্বাঘাসে সকাল-শিশির
সব তোমার জন্য।
শীতের পত্রঝরা সকাল
খেজুরের রস, ভাপা পিঠা, শান্তির ঘুম
সব তোমার জন্য।
গাছে গাছে জেগে উঠা নব ফুলকলি
বসন্তবৌরির মুখে ঋতু রাজের জয় গান
সব তোমার জন্য।
আমার সমস্ত মিলন-বিরহ একাকিত্ব চিন্তাচেতনা
সমস্ত প্রেম ভালোবাসা, অপেক্ষা
সব তোমার জন্য।
কিন্তু বুকের মধ্যে একটা প্রশ্ন প্রায়শই দানা বেঁধে উঠে?
একটা জিনিস বড্ড জানতে ইচ্ছে করে
তুমি কি আমার মত করে আমার হতে পারবে?