যদি পাখি হই মরু মাঝে পানির আশায়,
নদী নই তবু হেথা হৃদয় ভাসায়।
জ্বালো মোর হৃদ-মাঝে নুর, দূর করো গ্লানি,
প্রেম দয়া দিয়ো তব একটু খানি।

আমি পথিক খুঁজি ভালোবাসা অনন্তের মাঝে,
চিরন্তন প্রেম খুঁজি আজো গোধূলি সাঝে।
যে প্রদীপ জ্বালা মোর অন্তরে অনন্ত,
নকশবন্দি নুরে মোর হৃদয়ে সদা বসন্ত।

মেঘ হয়ে যেতে চাই দূর পরবাসে,
হৃদয় ভরে থাকে মোর সবুজ গম্বুজের আশে।
কবে জানি দেখা পাবো ওগো প্রিয় নবী
জ্বেলে দাও অন্তরে নুর, প্রিয় নুর-নবী।