নামে মুক্ত তবে পরাধীন
বাবাও চাষা ছেলেও চাষা কোটায় অন্ধকার,
নিজের অধিকার চাইতে গেলে বলে আমি রাজাকার।
বাপের কোটায় চালাচ্ছো দেশ,
বিনা ভোটে জনগণের।
দেশকে আজ ভাগাড় করেছ,
আইন-আদালত বিনোদনের।
দেশের দশা শেষের কষা অংক মাঝ রাতের,
ভোট পড়েছে মাঝ রাতে সব এমপি করেছ পছন্দের নেতাদের।
বাজারে গেলে চোখে ছানি পড়ে দেখিনা চোখে কিছু,
খুঁজে খুঁজে তাই দেখি বারেবার দামে যদি কিছু পাই নিচু।
ছেলেটা আজ কদিন ধরে করছে বড় আবদার,
শাক সবজি আর কতই খাবে, খেতে মোটে ভালো লাগে না আর তার।
বাজেটের পর বাজেট আসছে হচ্ছে নামমাত্র উন্নয়ন,
সেই অর্থ যোগাতে গিয়ে মাথপিছু বাড়ছে জনগণের লোন।
সত্য বললে ধরবে চেপে ভরবে নিয়ে জেলে,
নাহলে পিছে লাগিয়ে দেবে পোষা কুকুরের ছেলে।
তবুও আমি পেটের দায়ে দিচ্ছি অফিসে হাজিরা,
অনৈতিক সব কাজ করাতে অফিসে নেতাদের মহড়া।
মুক্তিযোদ্ধাদের কাছে একটি কথা শুনতে চাই, এভাবেই কি বাঁচার জন্য করেছিলেন, দেশ স্বাধীন?
দেখুন আজো আমি, স্বাধীন দেশে নামে মুক্ত তবে পরাধীন।
ভাবি আসলেই এই দেশের সব মানুষ হলো রাজাকার,
নাহলে কেন মুখ বুঝে মেনে নেবে সব, অন্যায় আর অবিচার।
উৎসর্গঃ দেশের সব বৈষম্য বিরোধী ছাত্র, যুবক এবং জনতাকে।