চোখে নেইকো ঘুম,
হে প্রকৃতি----
তুমি কেন এত নিঝঝুম।
অন্ধরাতে, চন্দ্রের আলোতে,
তারাদের মাঝে,
আজও খূঁজে মন----
এ জগৎ, তুমি হয়েছ কেন এমন।।
আধারে,নীধারে,
খুঁজে যায় মন---
হে প্রকৃতি,তুমি কেন এত---
নিষ্ঠুর নির্মম।।
সকালে, বিকালে, অকালে
করে যাও--গুর গুর গুঞ্জন।
কি অপরাধে অপরাধী----
এই জগৎ জনন-।।