সমাজ বলে সে মেয়ে বলে সে হাসিতে পারিবেনা ,
সমাজ বলে সে ছেলে বলে বাড়িতে বসিবেনা।
সমাজ বলে সে অন্য জাতের ,সে নাকি ভাই বাজে ,
সমাজ বলে সে নিরক্ষর লাগবেনা কোনো কাজে।
সমাজ বানায় কুসংস্কৃতি বিশ্বাস করা ছাড়ো ,
তবেই তুমি জীবনযুদ্ধে এগুতে পারবে আরো।
ধর্ম,বর্ণ,লিঙ্গ বৈষম্য আজি ত্যাগ করো ,
বিজ্ঞানটাই ভালো না মেনে প্রিয় বিষয়টি পর।
জাত দিয়ে পরিচয় বাদ আমরা সবাই মানুষ ,
আমরা মানুষ ওড়াবো একদিন সফলতার ফানুস !
সমাজের দিকে চেয়োনা বন্ধু এগোও তুমি এগোও ,
হাঁটলে তুমি হারিয়ে যাবে দৌড়াও, মাথা খাটাও।
সমাজ তোমায় খাওয়াবেনা তিনবেলাতে ভাত ,
তারা তোমায় ব্যবহার করবে এই তাহাদের কাজ !
কৃষক কিংবা আম্বানি হও জাত তো একই মানব ,
আমিতো হবো বীরযোদ্ধা সমাজ যদি হয় দানব।