বিরহ , এই যেন এক চুপ জবানের কাঁচি ,
বিরহ যেন বন্দি রাখে জন মুখেতে খাঁচি।
মুখেতে নেই বাণী শুধু একটা দুটা শব্দ ।
কথা বাড়াইতে লাগে ভয়, করে যদি কেউ জব্দ।
বিরহ কাটিয়া উঠিতে আজ করিব আমি যুদ্ধ ,
তবে এই যুদ্ধ এ সমাজে ভীষণই অশুদ্ধ।
বিরহ কাটিয়া উঠিতে হলে মানিয়া নাও দুঃখ ,
সকল দিকে খেয়াল রাখিয়া কথা কও অতি সূক্ষ্ণ ।
বিরহ কাটিয়া উঠিতে হলে শিখতে হবে হাসি ,
এ হাসি যে মিথ্যা নয় সত্যিকারের খুশি।
বিরহ ভালোবাসতে জানি তাই আজ আমি কাঁদি ,
বিরহের মূল কারণ হলো আমি যে প্রতিবাদী !