ছাত্রদলের সাড়ি নামিয়াছে রাজপথে,
বাংলাভাষা চায় যে তারা প্রতিবাদও তার সাথে ।
আমরা যদি মুখ না খুলি সকলে থাকিবে চুপ ,
চুপ করিয়া থাকিলে আমরা স্বাধীনতা পাবে লোপ!
৫২-তে যদি না ঘটিত ছাত্রদলের ত্যাগ ,
তবে আজ আমরা স্বাধীন নহে পাইতাম অতিবেগ।
আমরা যদি বাংলা না চাই বাংলা চাইবে কারা?
কি হইত যদি ছাত্রের ডাকে কেহ না দিত সাড়া?
শত্রুদল কয় "চুপ কর নত আজ গুলি খাবি।"
বুয়েটের দল চুপ থাকিত চুপ থাকিত ঢাবি!
আমরা আজও স্বাধীন বাঁকে স্বাধীন ভাবে ঘুরি,
ত্রিশ লাখ শহীদদের তাই সালাম সাড়ি সাড়ি ।