সবাই যদি হয় রাজাকার,
তবে  স্বৈরাচার ,রাজা কার?
জেগেছে এবার ছাত্র জনতা!
আনবে এবার স্বাধীনতা
দেশটা হয়েছিল ৭১-এই জয়ী,
তবে আমরা ছিলাম পরাজয়ী…
এবার আমরা লাভ করব জয়!
আর ডাকবো ,স্বৈরাচারের পরাজয়.
ক্যাম্পাস এর মাটিতে লেগেছে আজ রক্ত !
ছাত্রছাত্রী  বলেছ ,"এবার করুন আমায় মুক্ত ,
আমরা সবাই মানুষ;তাই সবারই এক সম্ম .
সরকারি বেসরকারি  চাইনা কোন বৈষম্য!"
বৈষম্য র বিরুদ্ধে গেল, নাম হল রাজাকার,
“আমরা সবাই রাজাকার” করলো সবাই হাহাকার.
ভাই-বোনেরা চেয়িছেলা বাতিল করবে কোটা।
তাই বলে তাদের দিয়ে দিল রাজাকারের খোঁটা ।
দাদার কোটায় বাবা চলে, বাবার কোটায় নাতি,
এই চললে করবে কি ভাই এই অন্ধ জাতি?
কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের বিলাচ্ছিলেন পানি?
কে ভাল কে মুখশধারি আমরােতা তা জানি!
ভাই সাইদ বললেন,"পেতে দিলাম বুক।"
নাও আমার জীবন, পাও তোমরা সুখ.
তবে এ সুখ চিরস্থায়ী নয় বরং অস্থায়ী.
ভাই-বোনেরা আমার জীবন-মূল্য সঞ্চায়ি।"
আগে বলত ভাই বোনেরা এই দেশটা ছাড়বো!
এখন বেল একসাথে সব এই দেশটাই গরব ।
মাকে কথা দিয়েছি ,"আজ হয় লড়বো নয়তো মরবো,
তবে কাল বুকে হাত রেখে সোনার বাংলা গাইবো"