আপন মানুষ আজকাল তো শত্রুর চেয়েও পাজি ,
তাদের মানসিক শান্তি দিতে মিথ্যা দোষী সাজি।
ধেয়ে আসছে অন্ধকার, গভীর হচ্ছে রাত ,
সবার চোখে ঘুম, এখন ২টা  বেজে সাত !
নিশ্চুপতার অশ্রু গুলি বইছে যে গল্ বেয়ে ,
কেউ যাতে না শুনে ভাই ভয়াত্মতায় ছেয়ে !
রাত্তিরে আমি কাঁদি কিন্তু সারা দিনই আমি হাসি ,
কাঁদতে কাঁদতে হাসাই তাদের আমি কষ্টের  চাষী।
যে কষ্ট আমি পাইনি গো মা শত্রুদের কাছে ,
তা যেন আজ লুকিয়ে আছে তোমার কথার মাঝে !
মধ্যরাত বন্ধু আমার অশ্রু আমার ভাই ,
আমার পিঠে চুরি ঘুষলেও দিনে কাঁদিতে নাই।
দিনের বেলা না কেঁদে তুমি রাতের জন্য বাঁচাও ,
দুশ্চিন্তা আসবে রাতে দুঃখ মালা সাজাও।
কাল যদি ভাই নিদ্রা থেকে উঠতে না পারি ,
দু আ করো যাতে নেকীর পরিমাণ থাকে সারি সারি।