আমি এক ভয়ানক পরা জয়ী কন্যা ,
রাত্রি আঁধারে বয় ,আমার চোখের বন্যা।
রাতে আমি কষ্ট ভেবে কাঁদি ,
দিনে আবার সবাইকে হাসতে সাধি।
আমার কথায় আমি করে রেখেছি  মধু।
কষ্ট প্রকাশে সবাই বলে "ঢং করো শুধু।  "
কিহা করিব আমি ?চারিদিকে নেই বেঈমানের অভাব
মানুষকে কষ্ট দেয়াই তো তাদের একমাত্র স্বভাব
পাচ্ছি অনেক শাস্তি ,
সবাইকে রাখছি অনেক স্বস্তি।
কষ্ট পাবো চিরকাল ,
নষ্ট করছি ইহকাল।
চারপাশে হাজারো বেঈমান !
করছে তারা শত অভিমান!
কষ্ট আমার চলমান!
সবাই করছে অপমান !
স্বার্থপরতা, বেইমানি,ধোঁকা, পরিবর্তিত সময় ,
সবাই ছিল কঠোর ,আমি ছিলাম মমতাময় ...
আমি মরলে ই সবার স্বস্তি !
চারিদিকে শুধু শাস্তি আর শাস্তি !
জীবনের সব যুদ্ধে ই আমি জয়ী !
কিন্তু জীবনযুদ্ধেই আমি পরা জয়ী।