একদিকে পারা-সমাজের চাপ,
অন্যদিকে চাপ দিচ্ছে পরিবারের ধাপ।
তোমরা দেরি করে ফেলেছ,
অনেক দেরি করেছো।
যখন সন্দেহের দরকার ছিল ,
তখন তো করতে না !
এখন আমি ভালো হয়ে গেছি ,
বুঝছ না কেন মা?
আমার আর সহ্য হচ্ছে না এগুলো ,
একদিন ছেড়ে যাবো সবগুলো।
একটা কথা মনে রাখবে ,
একদিন তোমরা ঠিক ই  বুঝবে।
"আমি নিজের ভালো বুঝি ,
তাইতো আমি মিথ্যা খুশি সাজি "
তারপর কমবে তোমার ভুল বুঝা ,
কমবে তোমার সন্দেহ।
কিন্তু দেরি হয়ে যাবে ,তখন কাফনে থাকবে-
আমার সন্দেহে ভরা মৃতদেহ …