এই যে আমার ভেতর বেড়ে উঠছে হিংস্র প্রাণ —ভিসুভিয়াস!
তুমি এতটা আততায়ি হয়ে খুঁজো না,
ম্যাগমায় তৈরি হ্রদয়ের ঠিক কতোখানি দূরে গেলে জল?
বরং,

আমাকে থামাও,আমাকে নাও তোমার লতাপাতায় জড়ানো জীবনে,
খয়েরি রঙা শারীর আচলে।
আমাকে বাঁচাও সদ্য শিশির ভেজা দূর্বাঘাসের মতো,
আমাকে সাঁজাও।