তোমার চোখে তাকালে আমি সম্ভবত অন্ধহয়ে যাই।
পাপ ও অনুতাপের অর্থ ভুলে আমি হয়ে উঠি অন্যমানুষ।
অথবা মানুষ!

তুমি একান্ত আমার হয়ে গেছো,এমন সব সম্ভাবনা
ভাবতে ভাবতে নিজেকে দাবি করি সু-পুরুষ।

ইচ্ছে হয় নিজেকে সাজিয়ে গুছিয়ে প্ররিবেশন করি তোমার সামনে
যেন আমি কোনো বিখ্যাত ডিস, ‘গ্রীক য়িরো’ অথবা ‘মেক্সিকান মোল’;
তুমি স্বাদ বললেই হয়ে উঠি জগৎ বিখ্যাত।      

তুমি হাসলেই আশি দশকের যেকোনো গানে
আমি নেচে উঠি ডিসেম্বরের শীতে,
ভ্যাপসা কুয়াসায় তুমি ঠোঁট বাড়ালেই—  
আমার সমস্ত কবিতা চুমু হয়ে যায়।
আমি কিছুটা প্রেমিক হয়ে যাই!

তোমাকে জানাতে ইচ্ছে হয়,
তোমার ঠোঁটের রেড ওয়াইন,
ঘাড় থেকে ভেসে আসা দামেস্কের ঘ্রাণ
এবং,তুমি খোপা খুলে দিলেই
তোমার চুলের অন্ধকারে কতটা ডুবে যাই।

আমার ইচ্ছে করে তোমার গাল ছুয়ে বসে থাকি
আবার এই কথাটা তোমাকে বলতে গেলেই,
আমার রাত ছোট হয়ে যায়, দিন অলস
এবং আমি অমানুষ অথবা কা-পুরুষ হয়ে যাই।

তোমাকে পেতে হলে কিছুটা প্রেমিক হতে হয়,
তোমাকে পেয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা কবিতায় লুকিয়ে রেখে
আমি মূলত সু-পুরুষ সেজে গুরে বেরাই।