বৃষ্টি বেজা শহর মাজে,
ভাঙ্গা মন গুলো পুর্ণতা খোজে;
বিশাল বিশাল তার আওয়াজে,
কান্না গুলো যায় লুকিয়ে।
চোখ গুলো বেশ লাল হয়েছে,
চোখের জলে মন ভিজেছে;
লাল চোখে বেশ লাগছে ভীষন,
কেউতো আমার হয়নি আপন।
আকাশে ভীষন মেঘ ধরেছে,
বৃষ্টি ঝরছে তার নিয়মে;
মরার ভীষন ইচ্ছে করেছে,
বৃষ্টি মায়ায় তাও পারিনি।
ইচ্ছে ভাঙ্গায় কেদেছি ভীষন,
তাতে কি!
কান্নার আওয়াজ সুখিয়ে গেছে ,
বৃষ্টি কেটে রোদ উঠেছে।
ভোর হয়েছে,
আমার কান্না থমকে গেছে ।