আমি ভাবি
আমার হিংস্রতা গিলে খাবে আমাকে।
আমি যে মুখোস পড়তে পারিনা,
যখন তখন
মরুদেশের বুকে বেঁচে থাকা ক্যাক্টাসের ন্যায় হয়তো ফুটে উঠবে আমার ভেতরের হিংস্রতা,
যার প্রশস্ততা পেরিয়ে যাবে শহরের উচু দালানকোঠা গুলো।
আমার ছায়া দেখে চিৎকার করতে করতে মারা যাবে
শহরের সব চুড়ুই!
গলায় ধরি দিয়ে ঝুলে যাবে একদল উলঙ্গ নর্তকী।
ওহ আমি!
আমাকে হত্যা করা উচিত ছিলো মাতৃগর্বের ভ্রুণের মাজে,
অথবা দেহের চামড়া ছিলে,গলায় ধরি লাগিয়ে ঝুলিয়ে দেয়া উচিত ছিলো শহরের সবচেয়ে উচু গাছটায়।
আমাকে ফেলে দেয়া উচিত ছিলো এমন কোনো অগ্নিকুণ্ডে,যার একটি ঝলকে নিমেষে ছাই হয়ে যাবে পুরোটা শহর
জগৎ আমাকে কেনো রেখে দিয়েছে তার বুকে!
আমাকে কি এখন আর কেউ নেবে?
মাটি?
আমাকে কি মাটিতে পুতে ফেলা যাবে?
অথবা সমুদ্র!
সমুদ্র কি আমার ছোয়া লাগিয়ে নষ্ট করবে তার পুরোটা দেহ!
অহ আমি!
আমার হিংস্রতা কি গিলে খাবে আমাকে!