আমি
গায়ে কাফন জরিয়ে ঘুরে বেরাই,
কারণে অকারনে মরে যাওয়া
দিন অথবা রাতের মধ্যক্ষনে
শেষ দম নেয়া!
চিরকাল বেঁচে থাকার মিথ্যে আশা;
সবই ভেসে বেরানো মায়ার খেয়া।
যখন তখন অকারণ,
ট্রাফিক লাইটের নিয়ন আলোর মাজে
অথবা সবুজের ভীষন সমারোহে,
ঠুস করে পাখির মতো এ প্রাণ উরে যাবে;
তবে উরে যাক।
আমি গাঁয়ে কাফন জরিয়ে নিয়েছি।