চোখ খুইলা দেখলাম একখান দুঃখ আমার দিকে চাইয়া আছে।
একখান দুঃসংবাদ কান দিয়া ঢুইকা সিধা মগজে বইয়া গুনগুন
করলো। আমার একখান ব্যর্থতা আওরাইলো।
করিম চাচার পোলার সরকারি একখান চাকরি হইলো,মিষ্টি আইলো।
নির্যাতিত মাইয়াডা প্রতিবাধী হইলো,
“নো মোর রেপ” এর একখান সাইনবোর্ড লইয়া রাস্তায় মিছিল দিলো,একটা অপরাধীর ফাঁসি হইলো।
ভ্যান চালাইয়া ছেলেডা গ্রাজুয়েটেড হইলো।
আমার কেবল একখান দুঃসংবাদ আইলো।খুব নীরবে বুকের মাজে চিনচিন ব্যাথা হইলো।
খুব সাধারণ একখান সকাল হইলো,দুপুর-গড়াইয়া রাইত আইলো,
আমি দুঃসংবাদ খান জড়াইয়া ধরিয়া চোখ লাল করলাম,ছটফটাইলাম সারাডা রাইত।
মগজে একখান বিদগুটে গন্ধ লইয়া দুয়ারে দুয়ারে ঘুরলাম,কেউ জানলো না,
আমার একখান দুঃসংবাদ আইলো,কেউ হুনলো না।
আমার ময়নার হলুদ সন্ধ্যা হইলো,হাতের মাজে মেন্দি হইলো।
হেয় কেবল আমারে পাইলো না।
আমার একখান দুঃসংবাদ আইলো,আমি ছারা কেউ জানলো না।