হে বিজয় তুমি এক কাঁটাযুক্ত
বিষাক্ত গাছের আকর্ষণীয় ফুল,
হে বিজয় তুমি কয়লার আগুনে
গলিত হওয়া প্রিয়জনের কানের দুল।

হে বিজয় তুমি বুকের হাহাকার
মনের অনুভুতির বিষ বাষ্পের ধোঁয়া,
হে বিজয় তুমি মরুর বুকে
বালি ভাসানো অজস্র বারির ছোঁয়া।

হে বিজয় তুমি লুকিয়ে থাকা
ঘিরে আসা ঐ আঁধার কোনের আলো,
হে বিজয় তুমি মহা মুক্তির
অমৃতের স্বাদ পেতে রক্তে জোয়ার তোলো।

হে বিজয় তুমি মজলুম জাতির
চোখের কোনে থাকা অস্রুর শেষ বিন্দু,
হে বিজয় তুমি খাঁচায় বন্দী থাকা পাখির চোখে
আকাশকে ভাবা পরম সুখের বন্ধু।

হে বিজয় তুমি দেশ রক্ষায়
বিলিয়ে দেয়া লাখো মানুষের প্রাণ,
হে বিজয় তুমি বিদ্ধস্ত নগরীকে
সাজিয়ে তুলতে অনুপ্রেরণার এক নিশান।

হে বিজয় তুমি জেগে দেখা স্বপ্ন
প্রাণ বিসর্জনের তীব্র অঙ্গীকার,
হে বিজয় তুমি দেখিয়ে থাকো
স্বজাতির ভেতর লুকিয়ে থাকা মুনাফিক স্বৈরাচার।

হে বিজয় তুমি ধৈর্যের ফল
আশাকারী প্রার্থনা বা ঐ তাহাজ্জুদ গুজার,
হে বিজয় তুমি মহা সাফল্য
প্রতিটি আত্মার আল্লাহ ও স্রষ্টাকে পাওয়ার।

হে বিজয় তুমি তিন বর্ণের সমষ্টি
নানান প্রতিকূলতায় ঘেরা,
হে বিজয় তুমি মেনে নিলে হার
পরিশ্রমের পথে ধৈর্যের সাথে রক্ত,
ঘাম ঝরিয়েছে যারা।

বিজয় তুমি মহা প্রবন্ধ
গুনী, জ্ঞানী ও মনিষীর কথা,
পৃথিবীর সকল প্রতিকূলতা দিয়ে
তোমার বিজয় মালা গাঁথা।