আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি লেখা পড়া করে -
অর্জন করি জ্ঞান,
ছড়াই সর্বত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি পৃথিবীর বুকে-
শুভ্রতা বদলানোর,
উদীয়মান এক পাত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি সবুজের বুকে-
লুকিয়ে থাকা ফুটন্ত এক কলি,
সৌন্দর্যের এক পুষ্প পত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি আমার-
আমি সবার,
আমি জাতির হব মূলমন্ত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি সু-ভাষি-
আমি স্বদালাপি,
আমি রাখিনা কোনো ইতস্ত।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি আমার কলমে লিখি-
জাতির সম্ভাবনার,
ভালোবাসার মূলমন্ত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি স্মরনে রাখি (আল্লাহ) কে-
আমি সদা ডরি তাঁহাকে,
তাঁহার ভয় সর্বদাই আমার অন্ত্রে।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি ভয় করি না-
সত্য বলতে,
অতলে পড়িয়াও মিথ্যার অস্রে।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি ভেঙ্গে পড়তে শিখিনি-
শিখেছি পুনরায় উঠে দাড়াতে,
গেঁথেছি তা আমারি অন্ত্রে।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি শ্রদ্ধাবোধ দেখাতে -
করিনা সংশয়,
ভালোবাসাতেই রাখি আবদ্ধ।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি মানতে শিখেছি গুরুজন-
পিতা-মাতা ও স্বজন,
মুখেতে রাখিয়া স্বদাচরন মন্ত্র।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি দেশকে ভালোবাসি-
বিশ্বের কাছে দেশের মান রক্ষার্তে,
আমি সর্বদা জাগ্রত।

আমি কি?
আমি একজন ছাত্র।।

আমি সত্য-নিষ্ঠ -
ন্যায়পরায়ণ হতে শিখবো,
গড়বো জীবন দ্বার,,
লেখাপড়ায় রাখব মোরা -
এই অঙ্গীকার।।