পৃথিবীর পথে পথে
নাঈমুল হাসান তানযীম
পৃথিবীর পথে পথে হেঁটে চলি রোজ,
কি আছে কোথায় সেটা করি শুধু খোঁজ।
অজানাকে জেনে জেনে বাড়ে বোধ জ্ঞান,
প্রকৃতির প্রেমে পড়ে এই মন-প্রাণ।
কতকিছু আছে আর মহা বিস্ময়,
দিবানিশি ঘুরে ঘুরে তা যে জানা হয়।
পৃথিবীর পথে পথে হেঁটে হেঁটে যাই,
অজানাকে জেনে জেনে তৃষ্ণা মিটাই।