জাগছো না কেন্ তুমি
নাঈমুল হাসান তানযীম
মুসলমানের রক্তে ভাসছে ফিলিস্তিনের ভূমি,
গভীর ঘুমে বিভোর যুবক জাগছো না কেন্ তুমি?
মরছে মানুষ নির্বিচারে পুড়ছে বাড়ি-গাড়ি,
গাফিলতির চাদর ঝেড়ে ওঠো তাড়াতাড়ি।
জায়নবাদী ইহুদিদের জবরদখল হতে,
পূণ্যভূমি করতে স্বাধীন নামো এবার পথে।
ইসলামের বিপক্ষে সকল কুফর একই জাতি,
আমরাই আছি দ্বন্দ্বে কেবল নিজকে নিয়ে মাতি।
সময় এখন দ্বন্দ্ব ভোলার একসাথে হও সবে,
একইসাথে চললে ঠিকই জয় আমাদের হবে।