তোমরা যখন উচ্ছ্বসিত
ঈদের জামা কিনে,
ঠিক তখুনি অবুঝ শিশু
কাঁদছে ফিলিস্তিনে।
তোমরা যখন উল্লাসিত
এটা ওটা পেয়ে,
ওরা তখন বিষাদ গীতি
যাচ্ছে কেবল গেয়ে।
নেই যে তাদের খাবার পানি
নেই তো ভালো জামা,
আব্বুও নেই আম্মুও নেই
নেই তো চাচা মামা।
সব হারিয়ে নিঃস্ব ওরা
বুকে শোকের পাথর,
কেমনে পাবে ঈদের খুশি
নতুন জামা, আতর!
তোমরা যখন করছো শপিং
ঈদের কেনাকাটা,
ওদের তখন কাটছে জীবন
ভীষণ সাদামাটা।