ঈদ মানে সারাদিন
হাসিখুশি থাকা,
নতুন নতুন জামা
হাতে হাতে টাকা।

বাবা-মা ও ভাইবোন
পাড়াপ্রতিবেশি,
একসাথে মিলি সব
ভুলি রেষারেষি।

গরীব-ধনীর মাঝে
ব্যবধান ভুলে,
ঈদের দিনে হাসো
সবে প্রাণ খুলে।