গল্প কি আর লিখছি বলো
দিনরাত জুড়ে শুনি লাঞ্ছনা।
হাহাকার কি একাকী করছি বলো
হৃদয় জুড়ে ছাপ রাখছে আঘাত এলোমেলো।
কিছু তার নিজের আনা আবার কিছু অজানা
মন রাখা, বস্ এর সদা, নিজেকে দিয়ে যন্ত্রণা
বিনিময়ে পাচ্ছি কেবল অকারণে দেয়া লাঞ্ছনা।
প্রশ্ন জাগে মনে, এই কি আমার জীবন
হৃদয়ে জাগে ব্যথার তরঙ্গ,
ডুবে যাই, শ্বাস চাই, ঠাই নাই,
চারিদিকে কেবল চোরাবালির সুড়ঙ্গ।
তারপরও প্রশ্নের উত্তরে প্রশ্নই পাই:
এত সহজে ছেড়ে দিব বাঁচার আশা?
এত সহজে ভুলে যাব হাসির আভা?
বললেই হলো আমার জীবন অন্যের?
দেখিনি কি সপ্ন মনে গভীর অরণ্যের?
নেই কি শক্তি বাকি কবিতা তারুণ্যের?
আছে। মনে , স্বপ্নে , সত্যে , অথৈ
হৃদয়ে। গহীনে , নিভৃতে , আড়ালে
আকাঙ্ক্ষা। মুক্তির, প্রেরণার, শান্তির।
বুক ভরা অপেক্ষা, সাথে না বলা হাজার কথা।
এবার জাগবার পালা । এবার জাগাবার পালা।