অন্ধকারে বসে আছি বলে
শুধায় আমাকে "কি হয়েছে?"

" ভালো লাগছে না "
       "কেন?"
"এমনি ভালো লাগছে না।
যেই ভালো না লাগার মাঝে আছে
অন্যরকম ভালো লাগা।"
         যখন
বৃষ্টির সুবাস ছড়াচ্ছে ঘ্রাণে
মুক্ত বাতাস জাগাচ্ছে প্রাণ।

তাই তো আজ সব ছেড়ে
পাওয়া না পাওয়ার চিন্তা,
দূরে দৃষ্টির বাহিরে ফেলে
শীতল প্রকৃতির উষ্ণ পরশে,
অজান্তেই নিজেকে করেছি সমর্পণ।

এই ক্ষণে নেই সেই লালসা
কিংবা মিথ্যে কথার জলসা
আছে শুধু পার্থক্যের সমাপ্তি।
এক হবার আকুতি ও অনুভূতি,
আর অচেনা নিজেকে, লেখায় দর্শন।